Ei Mayabi Chander Raate Mp3 Song Download in HD For Free
Ei Mayabi Chander Raate Mp3 Song Download – Ei Mayabi Chander Raate is a Bengali single by Chamok Hasan, Ikkshita Mukherjee, Hemlata Chakraborty and Barnomala.
- Song Released in 2021
- Native Movie: Baby Baby O
- Song Title: Ei Mayabi Chander Raate
- Music Label: Times Music
- Native Language: Bengali
- Lyricist(s): Chamok Hasan,
- Firoza Bonhi
- Musician(s): Chamok Hasan
- Singer(s): Chamok Hasan,
- Ikkshita Mukherjee,
- Hemlata Chakraborty,
- Barnomala
- Song Duration: 3:22 mins
Lyrics of the Song
এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে,
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই।
শুনতে চাই,
কিন্তু তার পরে আর গানের
কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের
কথা মনে নাই।
কিন্তু..
বলেছিলে আমার জন্য লিখবে
এমন গান
হবে এক মিষ্টি-মধুর প্রেমের
উপাখ্যান।
শোনো প্রিয়, শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন,
শোনো প্রিয়, শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন,
এখনই গানের ভাষায় স্বপ্ন আশা
তোমায় শোনাতে চাই।
বলো! শুনতে চাই!
কিন্তু, তার পরে আর গানের
কথা মনে নাই,
হায় হায় তারপরে আর গানের
কথা মনে নাই।
এই যে এই গানটা
তার যে শেষ প্যারাটা,
এই যে এই গানটা
তার শেষ অন্তরাটা,
কত-রঙা স্বপ্ন কথায়
সাজানো ছিল যে সেটা।
ছিল? কোথায় গেল?
কাগজে লিখিনি যদি হারায়
বা ছিঁড়ে যায়,
সাজিয়ে রেখেছি মনের গহীন
কুঠিটায়।
বা, বা ,
কাগজে লিখিনি যদি হারায়
বা ছিঁড়ে যায়,
সাজিয়ে রেখেছি মনের গহীন
কুঠিটায়।
তারপর ?
সেই কুঠিটা এতই গহীন,
পাচ্ছি না খুঁজে হায়!
হায়, হায়, হায়
তার পরে আর গানের কথা
মনে নাই,
হায় হায় তার পরে আর গানের
কথা মনে নাই।
এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে,
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই।
বলো শুনতে চাই…
কিন্তু তারপরে আর গানের
কথা মনে নাই,
হায় হায় তার পরে আর গানের
কথা মনে নাই।
নাই নাই তার পরে আর গানের
কথা,
দরকার নাই।
তার পরে আর গানের কথা মনে
নাই লিরিক্স – চমক, বহ্নি
Ei Mayabi Chander Raate
Rekhe Haat Tomar Haate
Moner Ek Gopon Kotha
Tomay Bolte Chai
Shunte Chai!
Kintu Tar Pore Aar Gaaner
Kotha Mone Nai
Ei Mayabi Chander Raate Mp3 Song Download Here
Also Download: Pyar Hamara Amar Rahega Mp3 Song Download in High Definition [HD]